বৃদ্ধের হাত কেটে উল্লাস করা ৫ জন গ্রেপ্তার
বৃদ্ধের হাত কেটে উল্লাস করা ৫ জন গ্রেপ্তার

বৃদ্ধের হাত কেটে উল্লাস করা ৫ জন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার টেকনাফের নাজিরপাড়ায় বৃদ্ধের দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার র‍্যাব কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুল হক (৩৮), জাহাঙ্গীর আলম (৩৫), দিল মোহাম্মদ কালু (৫৮), আবুল কালাম (৩৮) ও ছৈয়দ উল্লাহ (৩৬)।

এরা সকলেই মামলার এজাহারভুক্ত আসামি।

উপ অধিনায়ক সাদিকুল জানান, গেল ২৬ নভেম্বর কতিপয় সন্ত্রাসীরা টেকনাফের নাজিরপাড়ার মৃত নজির আহমদের ছেলে সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে। এ সংক্রান্তে ভিকটিম ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম কক্সবাজারের টেকনাফ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।  

এরপর র‍্যাব-১৫ ঘটনাটি সম্পর্কে অবগত হয় এবং অপরাধীদের ধরার চেষ্টা করে।

অবশেষে ১৬ ডিসেম্বর কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে পরোক্ষভাবে তাদেরকে গ্রেপ্তার করা করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

news24bd.tv/কামরুল