আসল ট্রফি তো আমার কাছে: দীপিকাকে নিয়ে রণবীর সিং

রণবীর সিং-দীপিকা পাড়ুকোন

আসল ট্রফি তো আমার কাছে: দীপিকাকে নিয়ে রণবীর সিং

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করেন এই অভিনেত্রী।

গতকাল রোববার কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। খেলা শুরুর আগে মাঠে নিয়ে আসা হয় বিশ্বকাপ ট্রফি।

ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং স্পেনের সাবেক ফুটবলার ইকের ক্যাসিয়াস ট্রফিটি নিয়ে আসেন মাঠে। পরে ট্রফি উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন। এর মধ্যে দিয়ে প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়েন দীপিকা।  

বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে আগেই কাতার পৌঁছে গিয়েছিলেন দীপিকা।

এরপর কাতার পৌঁছান দীপিকার স্বামী রণবীর সিং। লুসেইল স্টেডিয়ামে একসঙ্গে ফাইনাল ম্যাচের সময় দেখা গেছে তাদের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন 'গাল্লি বয়' খ্যাত অভিনেতা রণবীর। আর ক্যাপশনে লেখেন, 'আসল ট্রফি তো আমার কাছে!'

ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে স্ত্রীকে পিছন থেকে জড়িয়ে রেখেছিলেন রণবীর। আর পরস্পরের আলিঙ্গনে ধরা দেওয়া রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে দেখেও উচ্ছ্বাস অনুরাগীদের।

মাঠে তখন ফ্রান্স আর আর্জেন্টিনার টানটান লড়াই। আর গ্যালারিতে দর্শকের। দুই দলের সমর্থকদের ততক্ষণ উত্তেজনা তুঙ্গে। দীপিকা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার পর তার ছবি পোস্ট করে রণবীর জানান, তিনি গর্বিত। দীপিকা তাঁরই প্রিয়া, এই ভেবে বুক ভরে যায়। আর লেখেন, 'বিশ্বকাপের ট্রফির সঙ্গে আমার ট্রফি। '

পাশাপাশি বসে খেলা দেখার আনন্দে রণবীর তখন আত্মহারা। আবারও সামাজিকমাধ্যমে লেখেন, 'একসঙ্গে বসে দেখতে পারছি খেলাটা, কী যে ভাল লাগছে! আমি কৃতজ্ঞ। '

news24bd.tv/রিমু