আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে ৩ জন আহত

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে ৩ জন আহত

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের শিরোপা খরা ঘুচায় উন্মাদনার কমতি ছিল না আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। তবে সেই উন্মাদনা নিতে পারেনি ব্রাজিল সমর্থকরা। সংঘর্ষে জড়িয়েছেন তারা।

এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলায়।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ভারতের কেরালার বিভিন্ন স্থানে ব্রাজিল সমর্থকদের সঙ্গে সহিংসতা হয়।

কেরালার কান্নুর জেলায় দুটি সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তিনজন ছুরিকাহত হয়েছেন।  

পুলিশ জানিয়েছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির সময় তিনজন ছুরিকাহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সেই ঘটনার মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।  

তিরুবনন্তপুরমে আর্জেন্টিনার বিজয় মিছিল সামলানোর সময় আহত হয়েছেন পুলিশের এক সাব-ইনস্পেক্টর।  

কোল্লাম জেলার লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে আর্জেন্টিনার জয় উদযাপনের সময় পি অক্ষয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আর্জেন্টিনার অন্ধভক্ত ছিলেন অক্ষয়। বিরতির পর থেকেই আর্জেন্টিনার জয় উদযাপনের জন্য প্রস্তুতি সেরে রেখেছিলেন তিনি। কিন্তু ম্যাচ যখন পেনাল্টি শুটআউটে গড়ায়, তখন কিছুটা অস্বস্তি বোধ করেন অক্ষয়। তা উপেক্ষা করেই আর্জেন্টিনা জয় উদযাপনে মেতে ওঠেন তিনি। এরই মধ্যে আচমকা সংজ্ঞা হারিয়ে পড়ে যান। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

news24bd.tv/আমিরুল