নাটোরে দুর্ঘটনার সেই বাসচালক গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

নাটোরে দুর্ঘটনার সেই বাসচালক গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নাটোর জেলার বনপাড়ায় চ্যালেঞ্জার নামের বাসের দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় বাসের চালক শামীম হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।

শামীম হোসেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল সরকারপাড়ার আবুল হোসেনের পুত্র। এর আগে ২৬ আগস্ট ওই বাসের হেলপার আব্দুস সামাদ কমলকে (৩৫) গ্রেপ্তার করে এবং বাসের মালিক মঞ্জু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছিল।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বাসের চালক শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণে দায়ের করা মামলায় চালক শামীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শেখ ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদর ভিত্তিতে ২৬ আগস্ট অভিযান চালিয়ে বগুড়া সদরের গোকুল গ্রাম থেকে কমলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কিছু জিজ্ঞাসাবাদের জন্য বাসের মালিক মঞ্জু সরকারকে ডেকে পাঠানো হয়েছিল।


নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর