বিশ্বাসঘাতক ও গুপ্তচর নির্মূলে নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ পুতিনের
বিশ্বাসঘাতক ও গুপ্তচর নির্মূলে নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ পুতিনের

সংগৃহীত ছবি

বিশ্বাসঘাতক ও গুপ্তচর নির্মূলে নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ পুতিনের

অনলাইন ডেস্ক

রাশিয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিরাপত্তা বাহিনীকে সমাজের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ‘বিশ্বাসঘাতক, গুপ্তচর এবং নাশকতাকারীদের’ নির্মূল করারও নির্দেশ দিয়েছেন। খবর আলজাজিরার।

গতকাল সোমবার নিরাপত্তা বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে পুতিন নিরাপত্তা কর্মকর্তাদের এসব নির্দেশ দেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক গোয়েন্দা বিভাগসহ গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, বিদেশি বিশেষ বাহিনীর তৎপরতা প্রতিহত করা এবং বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের দ্রুত শনাক্ত করার জন্য এটা জরুরি।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আরআইএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পুতিন সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি)-এর কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘সীমান্তে অবশ্যই নির্ভরযোগ্য মাত্রায় সতর্কতা নিশ্চিত করতে হবে।

সীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টাকে দ্রুত ও কার্যকরভাবে প্রতিহত করতে হবে। এ জন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ দল এবং বিশেষ বাহিনীসহ আমাদের যেসব শক্তি আছে সব কটির ব্যবহার করতে হবে। ’

news24bd.tv/আজিজ