খুলনা-৪ উপনির্বাচনে সালাম মুর্শেদীর মনোনয়ন বৈধ

খুলনা-৪ উপনির্বাচনে সালাম মুর্শেদীর মনোনয়ন বৈধ ঘোষনা

খুলনা-৪ উপনির্বাচনে সালাম মুর্শেদীর মনোনয়ন বৈধ

খুলনা প্রতিনিধি

খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে মনোনয়ন বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

আগামী ৪ সেপ্টেম্বর এই আসনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিধিমোতাবেক এরপরই সালাম মুর্শেদীকে আনুষ্ঠানিক ভাবে সংসদ সদস্য ঘোষণা করা হবে।

তিনি  সাবেক কৃতী ফুটবলার এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান।

উপনির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, তফসিল অনুযায়ী নির্ধারিত দিনে বিভিন্ন দফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়। এ ব্যাপারে কারো আপত্তি না থাকায় সালাম মুর্শেদীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, প্রার্থীতা প্রত্যাহার না হলে আগামী ৫ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য ঘোষণা দেওয়া হবে।

রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে সালাম মুর্শেদী বলেন, নির্বাচিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করা হবে। শিল্পনগরী হিসেবে খুলনাকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

এসময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।


নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর