পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ ইসলাম (২০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
মঙ্গলবার দুপুরের পরে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিফাত, মারুফ, জাহিদ একটি মোটরসাইকেল নিয়ে গাববুনিয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, জাহিদ বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটে।