ড. কামালের বাসায় বৈঠকে বসেছেন নেতারা

ছবি-সংগৃহীত

ড. কামালের বাসায় বৈঠকে বসেছেন নেতারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সম্প্রতি বৃহত্তর জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়া বেশ আলোচনায় এসেছে। রাজনৈতিক অঙ্গনে বেশ জোরেশোরেই আলোচনা হচ্ছে বিএনপির জাতীয় ঐক্য গঠনের কথা।

এরই ধারাবাহিকতায় যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠকে বসেন তারা।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ আরও অনেকে।

এ দলগুলো এর আগেও একাধিকবার বৈঠকে বসেছেন। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠক হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে।

আগামী ২২ সেপ্টেম্বর জাতীয় ঐক্য সামনে রেখে যে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এ ছাড়া জাতীয় ঐক্য প্রক্রিয়ার রূপরেখা নিয়েও নেতারা কথা বলবেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।


নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর