লক্ষ্মীপুর ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। নিজ অনুসারী না হওয়ায় ছাত্রলীগ নেতাকে পেটান আবুল কাশেম জিহাদি নামের এ আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারের কায়কোবাদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
আহত রাকিব সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র ও হাসপাতালে চিকিৎসাধীন আহত রাকিব জানান, আগামী ২৭ ডিসেম্বর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে পোদ্দার বাজার ভাই ভাই ক্লাবে ছাত্রলীগের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জানতে চাইলে হামলা ও মারধরের ঘটনা ঘটেনি বলে জানান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদী।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আবুল কাশেম জিহাদীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা যায়।
news24bd.tv/হারুন