আর্জেন্টিনার মুদ্রায় বিশ্বজয়ী মেসির ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার মুদ্রায় বিশ্বজয়ী মেসির ছবি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ জয়ের পর অকল্পনীয় এক সম্মাননা পেতে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদপত্র ‘এল ফিনান্সিয়েরো’ জানিয়েছে, মেসিকে সম্মান জানাতে দেশিয় মুদ্রায় তার ছবি রাখার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ব্যাংক অব আর্জেন্টিনা। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও, ১০০০ পেসোতে থাকতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়কের ছবি।

এল ফিনান্সিয়েরোর প্রতিবেদনে জানা গেছে, ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর বিশেষ সভার আয়োজন করেছিল আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা সেই সভায় যোগ দেন। সেখানে পেসোতে মেসির ছবি নিয়েও আলোচনা হয়। সংবাদপত্রে এও দাবি করা হয়েছে, ব্যাংকের অনেকেই এটা মজার প্রস্তাব বলে উড়িয়ে দিচ্ছেন।

কিন্তু ফাইনালের আগেও এমন বৈঠকে বসেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সেন্ট্রাল ব্যাংকের পরিচালক ডিরেক্টর লিসান্দ্রো ক্লেরি এ ব্যাপারে বলেছেন, ‘ব্যাংকের বোর্ডের সদস্যরা মজা করেই এই প্রস্তাব দিয়েছি। জানি না, তা সত্যি হবে কিনা। তবে বাস্তবায়িত হলে আর্জেন্টিনার বাসিন্দারা এতে আরও উদ্বুদ্ধ হবেন। ’

শুধু মেসি নয়, নোটের অন্য প্রান্তে থাকতে পারে আর্জেন্টিনার তিন যুগের হাহাকার ঘোচানোর পার্শ্ব নায়ক কোচ লিওনেল স্কালোনি। মুদ্রার সম্মুখ অংশে থাকবে মেসির ছবি। আর অপর পৃষ্ঠে আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জয়ের উদযাপনের সঙ্গে থাকবে স্কালোনির নামও।

এখনো কিছু চূড়ান্ত না হলেও, এ খবর ছড়িয়ে পড়তে আর্জেন্টাইনদের মধ্যেও দেখা দিয়েছে উন্মাদনা। বিষয়টিকে সমর্থন জানাচ্ছে সর্বস্তরের মানুষ। তারাও চাচ্ছেন, তাদের ‘সুপার হিরো’ মেসির মুখ মুদ্রায় ছাপা হোক। আলবিসেলেস্তেদের হয়তো নতুন বছরেই এই উপহার দেবে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।

news24bd.tv/সাব্বির