বাংলা চ্যানেল পাড়ি দিতে এবার এক নারীসহ ৩১ জন সাঁতারু সমুদ্রে নেমেছিলেন। তবে সফলভাবে পাড়ি দিয়েছেন ২০ জন সাঁতারু। ৩ ঘণ্টা ৫৩ মিনিট সময় নিয়ে ষষ্ঠবার সবার আগে শেষ করেন সাইফুল ইসলাম রাসেল।
বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু হয়।
১৭তম বাংলা চ্যানেল সাঁতার-২০২২ আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে।
বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, এবার সাগর শান্ত ছিল।
রাব্বি রহমান ৩ ঘণ্টা ৫৪ মিনিট সময় নিয়ে দ্বিতীয় ও তিনবার, মনিরুজ্জামান ৪ ঘণ্টা ৫০ মিনিট সময় নিয়ে তৃতীয় এবং বারোতম বার পাড়ি দেন।
লিপটন সরকার আরও বলেন, আন্তর্জাতিক রীতি মেনে এই সাঁতার পরিচালনা করা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে প্রতিবছর এই নৌপথে সাঁতার অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশে দূরপাল্লার সাঁতার জনপ্রিয় হচ্ছে।
news24bd.tv/ইস্রাফিল