রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান চায় রাশিয়া। আর সব সশস্ত্র সংঘাতই কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
পুতিন বলেন, ‘সামরিক সংঘাতের চলন্ত চাকা ঘোরানো আমাদের লক্ষ্য নয়। বরং যুদ্ধ শেষ করাটাই লক্ষ্য।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরদিন বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেছেন, ‘আমি বহুবার বলেছি: বৈরিতা বেড়ে গেলে তা অহেতুক ক্ষয়ক্ষতি ডেকে আনে। ’
রাশিয়া লাগাতার বলে আসছে তারা আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছে।
রাশিয়া বলছে, ইউক্রেইন আলোচনা করতে অস্বীকৃতি জানাচ্ছে। আর কিইভ বলছে, রাশিয়াকে হামলা বন্ধ করতে হবে এবং তাদের ভূখন্ড ছেড়ে দিতে হবে।
পুতিন বলেছেন, ‘সব সংঘাতই কূটনৈতিক পথে কোনও ধরনের আলোচনার মধ্য দিয়ে একভাবে নয়ত অন্যভাবে শেষ হয়। ’
যুক্তরাষেট্রর প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্যাট্রিয়ট আকাশ সুরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য যে চুক্তি করেছেন, তার গুরুত্বকে খাটো করে দেখানোর প্রয়াস নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়া এই সুরক্ষা ব্যবস্থা মোকাবেলার পথ খুঁজে নেবে বলে জানান তিনি। পুতিন বলেন, এই ব্যবস্থা অতিশয় পুরোনো। এটি রাশিয়ার এস-৩০০ ব্যবস্থার মতো কাজ করে না।
news24bd.tv/আজিজ