সাজেকে যাওয়ার পথে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইকারের

সংগৃহীত ছবি

সাজেকে যাওয়ার পথে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইকারের

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে খোলা জীপ (চাঁদের গাড়ী) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছে। নিহতের নাম মো. হৃদয় (৩০)। শুক্রবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ৮নং পাড়ায় এ ঘটনা ঘটে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মোটরসাইকেল যোগে একদল পর্যটক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে যাচ্ছিল।

পর্যটকদের মোটরসাইকেল বহরটি সাজেক ৮নং পাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় হৃদয় মারাত্মকভাবে আহত হন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে তার সহপাঠীদের মধ্যে।

রাঙামাটির সাজেক থানার কর্মকর্তা মো. নূরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজ টোয়েন্টিফোরকে বলেন, নিহত হৃদয় চট্টগ্রামের আকবর শাহ এলাকার বাসিন্দা। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে। চাঁদের গাড়ীটা জব্ধ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

news24bd.tv/আজিজ