ভারতের ইনিংসের ৬৮ তম ওভার। হঠাৎই মাঠে দেখা মিলল এক দর্শককে সাকিবের পা ছুঁয়ে সালাম করতে। মিরপুরে এমনই এক কাণ্ড ঘটিয়েছে সাকিব আল হাসানের এক ভক্ত। এরপর ওই দর্শককে মাঠ থেকে বাইরে নিয়ে যায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে এদিন গ্যালারি থেকে গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে পড়েন ওই সাকিব ভক্ত। এ সময় পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছিলেন সাকিব, হঠাৎ দৌড়ে এসে তার পায়ে লুটিয়ে পড়েন সেই দর্শক, করেন কুর্নিশ।
বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। এমন সময় হুট করেই শোরগোল পূর্ব গ্যালারির দিকে।
বিসিবি নিরাপত্তা কমিটি সূত্র জানায়, ওই আবেগপ্রবণ ও অতি উৎসাহী সাকিব ভক্তের নাম আরাফাত। তার বাড়ি মাদারীপুর। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এসব ঘটনায় অবশ্য সাকিবের খেলায় তেমন প্রভাব পড়েনি। মিরপুরের মাঠে শুক্রবার দিনের শেষটা রাঙিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। শ্রেয়াস আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেট সহ মোট চার উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার। তাতে ভারতের ইনিংস শেষ হয়েছে ৩১৪ রানে।
ভক্তের এমন ভালোবাসার নিদর্শনের দিনে দেশের হয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন সাকিব নিজেও। ইতিহাসের মাত্র ২০তম ক্রিকেটার হিসেবে আজ ৬৫০টি আন্তর্জাতিক উইকেট অর্জন করেছেন দেশ সেরা এই অলরাউন্ডার। যদিও আইপিএলের নিলামে দল পাননি তিনি।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের থেকে ৮০ রানে পিছিয়ে সাকিব আল হাসানের দল। হাতে এখনো ১০টি উইকেট অক্ষত আছে বাংলাদেশের। কাল আবারও মাঠে নামবে বাংলাদেশ।
news24bd.tv/আমিরুল