ডোঙায় আখ নিক্ষেপ করে চুয়াডাঙ্গার কেরু চিনিকলের ২০২২-২৩ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু মাড়াইয়ের উদ্বোধন করেন।
এর আগে কেরু চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন।