হেক্সা স্বপ্ন পূরণে খ্যাতনামা কোচ মরিনহোর দ্বারস্থ ব্রাজিল
হেক্সা স্বপ্ন পূরণে খ্যাতনামা কোচ মরিনহোর দ্বারস্থ ব্রাজিল

সংগৃহীত ছবি

হেক্সা স্বপ্ন পূরণে খ্যাতনামা কোচ মরিনহোর দ্বারস্থ ব্রাজিল

অনলাইন ডেস্ক

২০০২ সালে রেকর্ড পঞ্চম বিশ্বকাপ জয়ের পর থেকেই হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে এরইমধ্যে ২০ বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন পূরণ হয়নি সেলেসাওদের। কাতার বিশ্বকাপে ভরাডুবির পর স্বপ্নের হেক্সা জয়ের অপেক্ষা বেড়েছে আরো চার বছর। আর তাতেই চাকরি হারিয়েছেন তিতে।

শূন্যস্থান পূরণে চলছে জোর প্রস্তুতি। সবশেষ খবর হেক্সা জিততে খ্যাতনামা কোচ জোসে মরিনহোর দ্বারস্থ হয়েছে ব্রাজিল।

সবশেষ কাতার বিশ্বকাপে ফেবারিট হিসেবেই যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তিতের ডাগআউট ছিল তারকায় ঠাসা।

রবার্তো ফিরমিনোর মতো তারকাকেও জায়গা দিতে পারেননি তিতে। ক্লাব পারিশ্রমিকেও সবার উপরে ছিল ব্রাজিলের ডাগআউট। অথচ সেই ব্রাজিলই কি না পেরতে পারেনি কোয়ার্টার ফাইনালের বাধা। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকে হেরে হেক্সা স্বপ্নে কবর খুঁড়েছে তিতের দল। আর তাতেই চাকরি ছাড়তে হয়েছে তিতেকে।

এখন দলকে পুনর্গঠিত করতে নতুন কোচের সন্ধানে আছে সেলেসাওরা। তিতের বিদায়ের পর বেশ কিছু নাম সামনে এলেও, এখন শোনা যাচ্ছে পর্তুগিজ কোচ জোসে মরিনিহোর কথা। তার হাতে নেইমার-রিচার্লিসনদের দায়িত্ব দিতে দুই পক্ষের আলাপও নাকি শুরু হয়েছে।

ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকার দেওয়া খবর অনুযায়ী, মরিনিহো এখন বড়দিন উদযাপন করতে পরিবারের সঙ্গে পর্তুগাল অবস্থান করছেন। আর সেখানেই মরিনহোরকে চূড়ান্ত করতে এক মধ্যস্থতাকারীকে পাঠাচ্ছে ব্রাজিল জাতীয় দল। ইতিমধ্যে সাও পাওলো থেকে পর্তুগালের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

তারকাসমৃদ্ধ দলটিকে সামলাতে মরিনিহোর মতো একজন অভিজ্ঞ কোচকেই নাকি খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তার আগে শোনাগিয়েছিল ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এবং ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকেও চেয়েছিল ব্রাজিল। তবে সারা মেলেনি তাদের। সে কারণেই এএস রোমার কোচ মরিনিহোর দ্বারাস্থ হয়েছে ব্রাজিল। যে কোনো মূল্যে তার কাছে দলের দায়িত্ব দিতে চায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ইতালিয়ান সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিবিএফ সভাপতি এদনালল্দো রদ্রিগেজ নিজেই নাকি কোচ নির্বাচনের দায়িত্ব নিয়েছেন এবং সে লক্ষ্যে শীর্ষস্থানীয় একটি এজেন্টকে বিশ্বসেরা কোচদের নিয়ে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দিয়েছেন।  

মধ্যস্থতাকারীর পক্ষ মরিনিহোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে বসে চুক্তির যাবতীয় বিষয় নিয়ে কাজ করবে। সব ঠিকঠাক হলে জানুয়ারির মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল। জানা গেছে, রোমায় মরিনিহো নিজেও পুরোপুরি খুশি নন। তাই উপযুক্ত প্রস্তাব পেলে তিনিও চান দল বদলাতে।

তবে মরিনিহোকে কোচ হিসেবে আনতে গেলে ব্রাজিলকে লড়াই করতে হতে পারে পর্তুগালের সঙ্গে। ব্রাজিলের মতো পর্তুগালও বিদায় নিয়েছিল বিশ্বকাপের শেষ আট থেকে। এরপর চাকরি ছাড়েন দলটির কোচ ফার্নান্দো সান্তোস। গুঞ্জন আছে, স্বাগতিক কোচ মরিনিহোকে পেতে চায় তারাও।

উল্লেখ্য, ২০০০ সালে বেনফিকার হয়ে কোচিংয়ে যাত্রা শুরু করেন মরিনহো। এরপর চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যাচচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের মতো ক্লাবের কোচিং করিয়েছেন তিনি। বর্তমানে রোমার দায়িত্বে আছেন ৫৯ বছর বয়সী অভিজ্ঞ এই কোচ।

news24bd.tv/আমিরুল