কাতার বিশ্বকাপ শেষ। ফ্রান্সকে টাইব্রেকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসি পেয়েছে স্বপ্নের বিশ্বকাপ ট্রফির স্বাদ। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স জুরে এখনও চলছে উদযাপন।
রোমাঞ্চিত ওই ফাইনাল নিয়ে বিতর্ক তুলেছেন অনেকেই।
এরপর ২-২ গোলে সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে ডান পায়ের আলতো শটে এক গোল করেন মেসি। তার আগে লাউতারো মার্টিনেজ প্রথমে শট নিয়েছিলেন যা থেকে গোল পেতে পারতো আর্জেন্টিনা। তবে তার ওই শট নেওয়ার সময়ই উল্লাস করতে গিয়ে মাঠে ঢুকে পড়েন আর্জেন্টিনার বেঞ্চে থাকা খেলোয়াড়রা। মেসি শট নিয়ে জালে বল পাঠানোর সময়ও মাঠেই ছিলেন তারা।
নিয়ম অনুযায়ী, যেটি গোল নয় বলে দাবি করছেন ভক্তরা। সেজন্য তারা ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে ম্যাচটি পুনরায় আয়োজন করার দাবি করেছে। তাদের দাবি যৌক্তিক, এটা প্রমাণ করতে স্বাক্ষর সম্বলিত দুই লাখ আবেদন সংগ্রহ করেছে তারা। স্পোর্টস বাইবেলসহ একাধিক সংবাদ মাধ্যম এমনটাই জানিয়েছে।
news24bd.tv/আমিরুল