উত্তরে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

সংগৃহীত ছবি

উত্তরে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

হুমায়ূন কবীর সূর্য, কুড়িগ্রাম 

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে উত্তরের এই জনপদ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এছাড়া শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগবালাই।

 

কুয়াশার চাদরে মোড়ানো থাকছে জেলার প্রকৃতি। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত থাকছে এমন চিত্র। আলো ফোটার পরও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।

বিপাকে পড়া খেটে খাওয়া মানুষ  কনকনে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বেরচ্ছেন কাজের খোঁজে।

শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বাড়ায় চাপ বাড়ছে হাসপাতালে।

চিকিৎসকরা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। শয্যার তুলনায় বর্তমানে দ্বিগুণ রোগী সেবা নিচ্ছে। আক্রান্তদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি।

এ সময়টায় অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

news24bd.tv/ইস্রাফিল

এই রকম আরও টপিক