যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অর্থনীতিসহ রাষ্ট্রের পুরো অবকাঠামো বিপর্যস্ত। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যাকে বলেছিলেন, তলাবিহীন ঝুড়ি। সেই ‘তলাবিহীন ঝুড়ি’(আজকের বাংলাদেশ) আজ বিশ্বের বুকে এক বিস্ময়, রোল মডেল। উন্নয়নশীল দেশ।
ব্রিটমানকি বিশ্বের বিভিন্ন দেশের এক্সক্লুসিভ বিষয় নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করে থাকে। গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশের নাটকীয় উন্নয়ন নিয়ে একটি এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করে প্ল্যাটফর্মটি।
ভিডিওটি দেখেছেন ২ লাখ ২৮ হাজার ৩১০ জন মানুষ। কমেন্ট করেছেন ১ হাজার ৬৯১ জন। দর্শক-শ্রোতারা ভিড়িওটিতে বাংলাদেশের প্রশংসা করে নানা কমেন্ট করেছেন।
ভিডিওটির শুরুতে আফ্রিকার দেশ বতসোয়ানার এগিয়ে যাওয়ার একটা গল্প বলা হয়েছে। ষাটের দশকের শেষে দেশটির মাথাপিছু আয় ছিল ৭০ ডলারের কাছাকাছি। কিন্তু দেশটি পৃথিবীর মাঝে দ্রুতগতির অর্থনৈতিক সমৃদ্ধির একটি দেশে পরিণত হয় এবং নিজেদের উচ্চ-মধ্যম আয়ের একটি দেশে পরিণত করে।
তবে দেশটির অগ্রগতির ক্ষেত্রে সে দেশের প্রাকৃতিক সম্পদ বেশ অবদান রেখেছে। কিন্তু বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের চেয়ে মানুষের কার্যাবলি যে বেশি ভূমিকা রেখেছে, সে বিষয়টি ভিড়িওটিতে তুলে ধরা হয়েছে।
ভিড়িওটিতে বলা হয়েছে, স্বাধীনতার প্রাক্কালে বাংলাদেশের প্রতি ৫ জনে একজন মানুষ সাক্ষরজ্ঞান সম্পন্ন ছিল। মাথাপিছু আয় ছিল মাত্র ৮৪ ডলার। ১৯৭১ সালে পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়ে ৭০ শতাংশ এগিয়ে ছিল, এখন সেখানে বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের চেয়ে ৪৫ শতাংশ সমৃদ্ধ।
স্বাধীনতার আগে পাকিস্তানি শাসকের শোষণ, নির্যাতন, ১৯৭০ এর ঘূর্ণিঝড়ে তাৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানের শাসকের নির্লিপ্ততার কথা তুলে ধরা হয়েছে ভিডিওটিতে। এরপর যুদ্ধবিধ্বস্ত সেই দেশকে এগিয়ে নেওয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের নানা রাজনৈকি ঘটনাপ্রবহ ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের নানা কর্মকাণ্ড তুলে ধরা হয়।
এতে বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্পের উত্থানের বিষয়টি উঠে এসেছে। কীভাবে সংখ্যাধিক্য নারীদের অংশগ্রহণে উৎপাদিত পোশাক ইউরোপ-আমেরিকায় রপ্তানি করে অর্থনীতিকে এগিয়ে নেওয়া হয়েছে, তা তুলে ধরা হয়েছে।
ভিডিওটি দেখতে পাশের লিঙ্কে ক্লিক করুন... ভিডিও