আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যাচ্ছেন না বিএনপির শীর্ষ নেতারা। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির যুগপৎ গণমিছিল কর্মসূচি রয়েছে আজ। ঢাকা ছাড়া সারাদেশে এ কর্মসূচি করা হবে।
শায়রুল কবির খান জানান, চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা বিএনপির গণমিছিলে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সেখানে গিয়েছেন।
দাওয়াত পাওয়া আরেক নেতা আব্দুল মঈন খান খুলনা মহানগর ও জেলা বিএনপির গণমিছিলে অংশ নিতে নেবেন।