আ.লীগের সম্মেলনে যে কারণে যাননি বিএনপি নেতারা
আ.লীগের সম্মেলনে যে কারণে যাননি বিএনপি নেতারা

ফাইল ছবি

আ.লীগের সম্মেলনে যে কারণে যাননি বিএনপি নেতারা

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যাচ্ছেন না বিএনপির শীর্ষ নেতারা। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির যুগপৎ গণমিছিল কর্মসূচি রয়েছে আজ। ঢাকা ছাড়া সারাদেশে এ কর্মসূচি করা হবে।

আওয়ামী লীগ নির্দিষ্ট করে তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিল। তারা বিভিন্ন জেলা ও মহানগরের কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বাইরে রয়েছেন।

শায়রুল কবির খান জানান, চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা বিএনপির গণমিছিলে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সেখানে গিয়েছেন।  

দাওয়াত পাওয়া আরেক নেতা আব্দুল মঈন খান খুলনা মহানগর ও জেলা বিএনপির গণমিছিলে অংশ নিতে নেবেন।

এছাড়া নজরুল ইসলাম খান কুমিল্লা মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপি মিছিলে অংশ নিতে সেখানে গেছেন।