সম্মেলনের প্রথম অধিবেশন শেষ, দ্বিতীয় অধিবেশন বিকেলে 

সংগৃহীত ছবি

সম্মেলনের প্রথম অধিবেশন শেষ, দ্বিতীয় অধিবেশন বিকেলে 

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়েছে। দুপুর ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরপরই প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলোনায়তনে সমাবেশের কাউন্সিল অধিবেশন হবে। সেখানে শুধু কাউন্সিলরদের থাকার জন্য বলা হয়েছে।

 

প্রথম অধিবেশনের সমাপনি বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় আসতে চেয়েছিল। বাংলার জনগণ তাকে বাধ্য করেছিল ক্ষমতা ছাড়তে। ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, মেনে নেবেও না। পরে আবার যখন নির্বাচন দেয়, সেই নির্বাচনে আমরা জয়লাভ করেছি।

’ 

তিনি বলেন, ‘১০টা হুন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা-এই নীতিই ছিল বিএনপির আমলে। আমরা পরে একটা নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিই। ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’ স্লোগান; এগুলো আমরাই চালু করেছি। ’
 
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকে বিতর্কিত কথা বলে। কিন্তু আমরা নির্বাচনে হস্তক্ষেপ করি না।  আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছি। প্রধানমন্ত্রীর দফতর থেকে তাদের আর্থিক সক্ষমতা নিজেদের দিয়ে দেওয়া হয়েছে। আমরা ভোটার আইডি কার্ড করে দিয়েছি। যেন ভোটে কারচুপি  না হয়। ’  

এর আগে সকাল সাড়ে ১০টায় সাদা পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন করলে শেখ হাসিনার সঙ্গে পারবে না। তাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠাতে চায়। বিএনপিকে ১০ তারিখে পারেনি, ৩০ তারিখেও পারবে না। আগুন সন্ত্রাসকে মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। ’

 তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ভোট জালিয়াতের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে।

news24bd.tv/ইস্রাফিল