সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সম্মেলন অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

তারা ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করবেন।

এর আগে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া একটায় প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে।

তবে আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনাই থাকছেন বলে ইতোমধ্যে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাধারণ সম্পাদক পদেও পরিবর্তনের সম্ভাবনা কম।

অন্যান্য পদে আংশিক পরিবর্তন, পদোন্নতি ও বিভাজনের সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে ২২তম জাতীয় কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়। এতে দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিদেশি কূটনীতিক ও নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর