সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল, গ্রেপ্তার ১৬ 
সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল, গ্রেপ্তার ১৬ 

সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল, গ্রেপ্তার ১৬ 

সাতক্ষীরা প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, বিএনপির চেয়রপার্সন বেগম খালেদা জিয়া ও আলেম ওলামাদের মুক্তি সহ ১০ দফা দাফিতে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের হাটের মোড় এই বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি শহরের অভিমূুখে তুফান কোম্পানির মোড়ে আসলে পুলিশের বাধায় পণ্ড হয়।

এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান ও সাতক্ষীরা সদর জামাতের রোকন শফিকুল আলমসহ ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

মিছিলটির নেতৃত্বদেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনর্চাজ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এসময় ৫ টি ককটেল, ব্যানার, লাঠি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।