দিনাজপুরের বীরগঞ্জে রাস্তায় গাছের ডাল কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাবিব হোসেন (১৪)নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সাব্বির উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে এবং শীতলাই আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
শনিবার দুপুরে সুজালপুর ইউনিয়নের শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে রাস্তার ধারে গাছের ডাল কাটতে গাছে ওঠে মো. সাবিব হোসেন।
সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।