ঝালকাঠিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি 

ঝালকাঠিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি 

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী সরকারের পদত্যাগ সহ ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সারাদেশে গ্রেপ্তার নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঝালকাঠি জেলা বিএনপির গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। পুলিশি বেরিকেটের মধ্যে শনিবার সকাল ১১টায় শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি অগ্রসর হলে পুলিশ বেরিকেট দেয়। পরে তারা মিছিল সমাপ্ত করে সমাবেশ করে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল আমীন রিজভীসহ রাজবন্দীদের মুক্তির দাবি ও পুলিশের গুলিতে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেশব্যাপী গণমিছিল কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহ্বায়ক অ্যডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, ওয়ারেচ আলী খান, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, স্বেচ্ছাসেবক দল সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন সরদার, জেলা ছাত্রদলের  সভাপতি মো. আরিফ হোসেন খান প্রমুখ।

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, দলীয় কার্যালয়ের সামন থেকে গণমিছিলটি বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানেই পুলিশের বেড়িকেটের মধ্যে সমাবেশ করে তাঁরা।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করতে দেওয়া হয়নি।