দেশে কমছে করোনা সংক্রমণ, শনাক্ত ৭

দেশে কমছে করোনা সংক্রমণ, শনাক্ত ৭

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ দিনকে দিন কমছে। গত ২৪ ঘণ্টায় সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর আগের দিন আটজন ভাইরাসটিতে আক্রান্ত হন।

শনিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১৮ জন।

এ ছাড়া নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৮ জনে অপরিবর্তিত থাকল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮৯৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৭ হাজার ২২৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এই রকম আরও টপিক