মিরাজে কাঁপছে ভারত, জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

মিরাজে কাঁপছে ভারত, জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

দ্বিতীয় টেস্ট জিততে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান। সেই রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষবেলায় ভারত হারিয়ে ফেলেছে ৪ উইকেট। সাজঘরে একে একে ফিরে গেছেন রাহুল, পুজারা, শুভমন এবং কোহলি। ফলে জয়ের পাল্লা হেলে পড়েছে বাংলাদেশের দিকেই।

আগামীকাল রোববার টেস্টের চতুর্থ দিনে আর ৬ উইকেট তুলে নিতে পারলেই সিরিজে সমতা ফেরাতে পারবে স্বাগতিকরা।

জয়ের পাল্লা বাংলাদেশের দিকে হেলে পড়লেও, ভারতের সামনেও সুযোগ আছে জয় তুলে নেওয়ার। ঢাকা টেস্ট জিততে তাদের দরকার আর ১০০ রান। আগামীকাল তাদের হয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন অক্ষর প্যাটেল এবং নাইটওয়াচ ম্যান জয়দেব উনাদকাট।

অক্ষর অপরাজিত আছেন ২৬ রানে। উনাদকাট ব্যাটিং শুরু করবেন নামের পাশে ৩ রান নিয়ে।

জাকিরের ফিফটির পর লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদের দৃঢ়তায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে তোলে ২৩১ রান। লিড পায় ১৪৪ রানের। ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৫। লক্ষ্যটা ছোট হলেও, মিরপুরের উইকেটের পুরো ফায়দা লুফে নেন মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান। নতুন বলে এ দুজনেই শুরু করেন। দলকে সাফল্য এনে দিতেও দেরি করেননি তারা।

ভারত দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারায় দলীয় ৩ রানে। সাকিবের বলে উইকেটের পেছনে থাকা নুরুল হাসান সোহানকে উইকেট দেন লোকেশ রাহুল (১)। অষ্টম ওভারে চেতেশ্বর পুজারাকে (৬) ফেরান মিরাজ। এরপর দিনের খেলা শেষ হওয়ার আগে ওপেনার শুভমন গিল (৭) এবং বিরাট কোহলির (১) উইকেটও তুলে নেন মিরাজ।  দিনের শেষ তিন ওভারে ভারত হারায়নি কোনো উইকেট।

নতুন বল হাতে তুলে নিয়ে নিজের দ্বিতীয় ওভারেই সফলতা পান সাকিব। সাকিবের ঝোলানো বল সামনে এগিয়ে রক্ষণাত্মক ভঙ্গীতে খেলতে গেলে বল রাহুলের ব্যাটের কানায় লেগে জমা পড়ে সোহানের গ্লাভসে। ঠিক ৪ ওভার পর অষ্টম ওভারে প্রথম বলে পুজারাকে ফেরান মিরাজ। শান্ত পুজারা হঠাৎ অশান্ত হয়ে ডেকে আনেন নিজের বিপদ। পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হন তিনি।

পরের দুই উদযাপনের উপলক্ষও সেই মিরাজ। ১৪তম ওভারে তিনি ফেরান ওপেনার শুভমন গিলকে। ভারতের এই ওপেনারের আউটের ধরন প্রায় পুরোটাই পুজারার মতো। তিনিও বাইরে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন। বিরাট কোহলি তাইজুল ইসলামের বলে একবার রিভিউ নিয়ে বাঁচলেও, মিরাজের হাত থেকে বাঁচতে পারেননি। তৃতীয় দিন শেষ হওয়ার তিন ওভার আগে মিরাজের বল ডিফেন্স করতে গেলে, বল তার ব্যাটে লেগে চলে যায় শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের হাতে। এরপর কোহলির সামনে বাংলাদেশের উদযাপন ছিল দেখার মতোই।

ভারত আরও বিপদে পড়তে পারতো, যদি না শেষের তিন ওভার দেখেশুনে না খেলতেন অক্ষর-উনাদকাট।

আরও পড়ুন: ২৩১ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ, জিততে ভারতের চাই ১৪৫

news24bd.tv/সাব্বির