শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নার্সারিপড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি মো. রুবেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার চরসাপমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল মিয়া ওই এলাকার মো. বেল্লাল হোসেনের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ভিকটিম শিশু একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারিপড়ুয়া ছাত্রী ও হতদরিদ্র পরিবারের সন্তান। গত ১০ মার্চ স্কুল ছুটির পর ওই শিশু বাড়ি ফেরার পথে প্রতিবেশী যুবক মো. রুবেল মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। পরে ওই শিশুর চিৎকারে তার মাসহ কয়েকজন ছুটে গেলে রুবেল মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রুবেলকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

পরে পুলিশের পাশাপাশি র‌্যাবও ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করে গত শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরসাপমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরে কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর