‘বাংলাদেশই এগিয়ে, ভারত চাপে’ 

সংগৃহীত ছবি

‘বাংলাদেশই এগিয়ে, ভারত চাপে’ 

অনলাইন ডেস্ক

বছরের শুরুটা বাংলাদেশ করেছিল ঐতিহাসিক এক জয় দিয়ে। মাউন্ট মঙ্গানুইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় টাইগাররা। ওই জয়ের পর টেস্টে বাংলাদেশের চেহারাটা বরাবরের মতোই বিবর্ণ। তবে বছরের শেষে আরও একটি ঐতিহাসিক জয়ের হাতছানি পাচ্ছে বাংলাদেশ।

প্রথমবার টেস্টে ভারতকে হারানোর সুযোগ।

মিরপুর টেস্ট জিততে বাংলাদেশের দরকার আর মাত্র ৬ উইকেট। ভারত যে এই টেস্ট থেকে একেবারে ছিটকে গেছে তা নয়। তাদের আর দরকার ১০০ রান।

কিন্তু ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত যেভাবে দিনের শেষভাগে ৪ উইকেট হারিয়েছে, তাতে জয়ের পাল্লা কিছুটা হলেও হেলে পড়েছে স্বাগতিকদের দিকে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন দাসও বললেন সে কথাই।

ভারত ৪ উইকেট হারিয়ে ফেললেও, এখনো ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনরা। কাল দিনের খেলা শুরু করবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং নাইটওয়াচ ম্যান জয়দেব উনাদকাট। ভারতের হাতে এখনো ব্যাটার থাকলেও লিটন বলছেন পরিকল্পনাতে সফল হলে ভারত চাপে পড়বেই।

সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছেন, ‘(মিরপুর টেস্ট) অবশ্যই জেতা সম্ভব। সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে যতইবড় বড় ব্যাটার থাক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি, এরপর ঋষভ আছে, আয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে। ’

এমনকি এই মুহূর্তে নিজেদেরই এগিয়ে রাখছেন লিটন, ‘এ মুহূর্তে আমরাই এগিয়ে। ভারত চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই। বরং তাদের ভালো পরিকল্পনা থাকতে পারে। আমরা জানি মিরপুরে চতুর্থ ইনিংস সবসময়ই কঠিন। সব ব্যাটারের জন্যই। আমরা ২০০-২২০ লক্ষ্য দিতে চেয়েছিলাম। যে স্কোর দাঁড় করেছি, এখনও আরও ১০০ রান দরকার। অনেক কঠিন কিন্তু। এখন যে অবস্থা, এই লক্ষ্য জয়ের জন্য যথেষ্ট। ’

দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশের লিড ছিল মাত্র ১৪৪ রানের। এতো অল্প পুঁজি নিয়েও বোলাররা শুরু থেকেই চেপে ধরেন ভারতীয় ব্যাটারদের। কিন্তু অল্প রান নিয়ে শুরুর দিকে স্বাগতিকদের কী পরিকল্পনা ছিল? লিটন বলেছেন, ‘আমরা জানি আমাদের বোলারদের কী কোয়ালিটি আছে। মিরপুরের উইকেটে ব্যাটিং সবসময় কঠিন। তবে ওদের লক্ষ্যও বেশি বড় না। বেশি আক্রমণ করতে গিয়ে রান দিয়ে গেলে খেলা কিছু থাকে না। তাই আমরা রক্ষণাত্মক থেকে বল করেছি। ব্যাটাররাও আউট হচ্ছিল। ’

news24bd.tv/সাব্বির