বর্ণিল আলোতে সেজেছে ঢাকার গির্জাগুলো

সংগৃহীত ছবি

বর্ণিল আলোতে সেজেছে ঢাকার গির্জাগুলো

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘ক্রিসমাস’ ২৫ ডিসেম্বর। দিনটিকে বাংলায় ‘বড়দিন’ বলা হয়। যিশু খ্রিস্টের জন্মোৎসবকে কেন্দ্র করে সারা বিশ্বে এই উৎসব পালিত হয়।

ক্রিসমাস উদযাপনে উৎসবের রঙে সেজেছে রাজধানীসহ সারা দেশের গির্জাগুলো।

বিশ্ববাসীর মঙ্গল কামনা করে ২৪ তারিখ রাত থেকেই শুরু হচ্ছে বিশেষ প্রার্থনা।

সারা দেশের গির্জার পাশাপাশি প্রস্তুত ঢাকার গির্জাগুলোও। আলোকসজ্জা, লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে হয়ে উঠেছে গির্জাগুলো। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।

আয়োজন প্রস্তুতি নিয়ে ঢাকা মহাধর্ম প্রদেশের চ্যান্সেলর ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া বলেছেন, ‘বড়দিন উপলক্ষে শনিবার তারিখ রাত সাড়ে ৮টায় ও ১১টায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা।

news24bd.tv/FA