রাজধানীর পান্থপথে একটি পাঁচতলা ভবনের চারতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম শনিবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে বলেন, পান্থপথ গোলাম মাওলা টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের চারতলায় আগুন লেগেছে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়।
তিনি বলেন, বিস্তারিত এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।