বড় দিন উপলক্ষে পুলিশের কাছে হুমকির কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বড় দিনের উৎসব শুরু হয়ে গেছে জানিয়ে আইজিপি বলেন, সারাদেশে সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ সার্বিক নিরাপত্তা দিচ্ছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘ক্রিসমাস’ ২৫ ডিসেম্বর। দিনটিকে বাংলায় ‘বড়দিন’ বলা হয়। যিশু খ্রিস্টের জন্মোৎসবকে কেন্দ্র করে সারা বিশ্বে এই উৎসব পালিত হয়। ক্রিসমাস উদযাপনে উৎসবের রঙে সেজেছে রাজধানীসহ সারা দেশের গির্জাগুলো।
news24bd.tv/FA