মার্সেলোকে পেতে মরিয়া জুভেন্টাস

মার্সেলোকে পেতে মরিয়া জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার তারকা ডিফেন্ডার মার্সেলোকে নিজেদের করে নিচ্ছে জুভেন্টাস। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি সানের।

টুট্টো স্পোর্টের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মার্সেলো তার সাবেক রিয়াল সতীর্থ রোনালদোকে ভীষণ মিস করছেন। সিআরসেভেনও নাকি মার্সেলোকে তুরিনে আনতে জুভেন্টাস কর্তৃপক্ষকে চাপ দিয়ে যাচ্ছেন।

 

৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে আগামী গ্রীষ্ম মৌসুমে পাওয়ার জন্য জুভেন্টাস ইতোমধ্যে ৪৫ মিলিয়ন পাউন্ড (৫০ মিলিয়ন ইউরো) খরচ করতে রাজি হয়েছে। যদিও রিয়াল মাদ্রিদের সাথে আরও ৪ বছরের চুক্তি রয়েছে মার্সেলোর। তবে রিয়াল চাইলেই চড়া দামে তাকে বিক্রি করতে পারবে।

news24bd.tv

এদিকে খবর ছড়িয়েছে, মার্সেলোর পারফরমেন্সে খুশি নন লস ব্ল্যাঙ্কোসদের নতুন কোচ হুলেন লোপেতেগুই।

গিরোনার বিপক্ষে গেল রোববারের ম্যাচে এক ঘণ্টার ভেতর ঝাঁকড়া চুলের লেফট ব্যাককে মাঠ থেকে তুলে নেন তিনি।

এরপর এক প্রতিক্রিয়ায় মার্সেলো বলেন, ‌‌‘আমি খুব অবাক হয়েছিলাম। তবে আমি কোচের সিদ্ধান্তকে সমর্থন করি। কিন্তু আমি আমার খেলা চালিয়ে যেতে চাই। ’

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো।

 

সূত্র: দ্য সান, ব্লিচার রিপোর্ট

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর