পুলিশের পিটুনিতে বিএনপি কর্মীর মৃত্যু হয়নি: পঞ্চগড়ের এসপি
পুলিশের পিটুনিতে বিএনপি কর্মীর মৃত্যু হয়নি: পঞ্চগড়ের এসপি

পুলিশের পিটুনিতে বিএনপি কর্মীর মৃত্যু হয়নি: পঞ্চগড়ের এসপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের পিটুনিতে পঞ্চগড়ে বিএনপি কর্মীর মৃত্যু হয়নি বলে দাবি করেছেন জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। তিনি বলেন, পুলিশের পিটুনিতে নিহতের মতো কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ দাবি করেন সিরাজুল। তিনি বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি।

আজকে বিএনপির কর্মসূচির বিষয়ে আমাদের সাথে কথা হয়েছিলো। তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অনুরোধ করি আমরা।

তিনি বলেন, কিন্তু তারা তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে না করে লাঠিসোটা নিয়ে রাস্তায় নামে। তারা সড়কে অবরোধ করে এবং বিভিন্ন স্থানে ভাঙচুর করে।

পুলিশের ওপর চড়াও হলে পুলিশ আত্মরক্ষায় টিয়ার শেল ছোঁড়ে। কারণ পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা।

সিরাজুল বলেন, এ ঘটনায় যারা মিছিল করেছে তাদের মধ্যে ২০-২৫ জন আহত হয়েছে এবং পুলিশেরও ১০-১২ জন আহত হয়েছেন। পুলিশের মধ্যে আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়া হয়েছে।

নিহতের বিষয়ে পুলিশ সুপার বলেন, আব্দুর রশীদ আরেফিন (৫২) নামে বোদা উপজেলার যে ব্যক্তি মারা গেছের উনি বাইপাসের রোগী ছিলেন। এ তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ ও উনার পরিবারের লোকজনই আমাদের নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে আরেফিনের তিনটি বাইপাস করা হয়েছে। ঘটনার মাত্র এক ঘণ্টা আগেই তিনি পঞ্চগড় সদর কেন্দ্রীয় মসজিদের সামনে অসুস্থ হয়ে পড়েন। এর পরে তাকে হাসপাতালে নেয়া হলে স্ট্রোক করে মারা যান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক