মিরপুরে ধুঁকছে ভারত, জয়ের আশা বাংলাদেশের

সংগৃহীত ছবি

মিরপুরে ধুঁকছে ভারত, জয়ের আশা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে ভারত। খেলতে নেমেই আরও এক উইকেট খুঁইয়েছেন সফরকারীরা। গতকাল তারা ৪ উইকেট হারিয়েছিলেন।  বাংলাদেশের দরকার ৫ উইকেট।

 

তৃতীয় দিন শেষে ম্যাচ যেখানে দাঁড়িয়ে ছিল, বাংলাদেশের পুঁজি স্রেফ ১৪৪ রান। সেটা নিয়েই দারুণ লড়াই করছে বাংলাদেশ। জাগিয়েছে অভাবনীয় এক জয়ের আশা।

তৃতীয় দিন শেষে ভারতের রান ৪ উইকেটে ৪৫, আজ ১২ রান তুলে ভারত খুঁইয়েছে আরও এক উইকেট।

প্রমোশন পেয়ে চারে নামা আকসার প্যাটেল ৫৪ বলে তিন চারে খেলছেন ২৬ রানে। তার সঙ্গী নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাটের রান ৮ বলে ৩ করে আউট হয়েছেন। প্যাটেলের সঙ্গ দিচ্ছেন রিশাব পান্থ।

দুই ওপেনার শুবামান গিল ও লোকেশ রাহুল এবং দুই ব্যাটিং ভরসা চেতেশ্বর ও বিরাট কোহলি যেতে পারেননি দুই অঙ্কে। ৩৭ রানের মধ্যে তাদের ফিরিয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭

ভারত ১ম ইনিংস: ৩১৪

বাংলাদেশ ২য় ইনিংস: ২৩১

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৫) ২৫ ওভারে ৫৭/৪ (গিল ৭, রাহুল ২, পুজারা ৬, প্যাটেল ২৬*, কোহলি ১, উনাদকাট ৩, পান্থ ১*; সাকিব ৬-২-২১-১, তাইজুল ৮-৪-৮-০, মিরাজ ৮-৩-১২-৩, তাসকিন ১-০-৪-০)

news24bd.tv/ইস্রাফিল