২০ দিনেই চীনে করোনা শনাক্ত ২৫ কোটি: সিএনএন

সংগৃহীত ছবি

২০ দিনেই চীনে করোনা শনাক্ত ২৫ কোটি: সিএনএন

অনলাইন ডেস্ক

ডিসেম্বরের প্রথম ২০ দিনে চীনে ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে অনুমান করেছে দেশটির উর্ধতন স্বাস্থ্য কর্মকর্তারা। ফিনান্সিয়াল টাইমস এবং ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।  

অনুমানটি সঠিক হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় করোনার সংক্রমণ যা চীনের মোট জনসংখ্যার ১৮ শতাংশ। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচএস) এক বৈঠকে সংক্রমণের এই সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস এবং ব্লুমবার্গ।  

এনএইচএসের বৈঠকের একটি কপি দেশটির গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। যদিও সেই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি সিএনএন। তবে মিটিংয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের আলোচনা বিস্তারিতভাবে উল্লেখ করেছে ফিনান্সিয়াল টাইমস ও ব্লুমবার্গ।

ফিনান্সিয়াল টাইমস বলছে, রুদ্ধদ্বার বৈঠকে করোনার এই  পরিসংখ্যান উপস্থাপন করেন চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের উপ-পরিচালক সান ইয়াং এ পরিসংখ্যান।  

তথ্য বলছে, আক্রান্ত ২৫ কোটির মধ্যে গত বৃহস্পতিবারেই ৩ কোটি ৭০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। যদিও সরকারি হিসেবে সেদিন করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৯ জন।  

news24bd.tv/আজিজ