ক্ষুদ্রতম মেডিকেল রোবট তৈরিতে রেকর্ড

ক্ষুদ্রতম মেডিকেল রোবট তৈরিতে রেকর্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিজ্ঞানীদের তৈরি সবচেয়ে ছোট মেডিকেল রোবট ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম লিখিয়েছে। গড়েছে বিশ্ব রেকর্ড।  

জানা গেছে, ক্ষুদ্রতম মেডিকেল রোবটটির আকার ১২০ ন্যানোমিটার। মানে, এটি এতোটাই ছোট যে, খালি চোখে দেখা সম্ভব নয়! রোবটটি ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় সহায়তা করতে পারবে বলে আশা করছেন এর আবিষ্কারক।

ডক্টোরাল রিসার্চ করতে গিয়ে সবচেয়ে ছোট এই মেডিকেল রোবট তৈরি করেন সৌতিক বেটাল। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট সান অ্যান্তোনিওর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রুয়ান গুও এবং অমর এস ভাল্লার অধীনে গবেষণা করছিলেন। এই গবেষণার ফলে তৈরি রোবটগুলো ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।  

news24bd.tv

এ সম্পর্কে অধ্যাপক রুয়ান গুও বলেন, ‘আমরা ন্যানোকম্পোসাইট পার্টিকেলস তৈরি করেছি, যা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘অত্যন্ত ছোট আকৃতির এই রোবটে এমন ফাংশন ব্যবহার করা হয়েছে, যেন এটি সরাসরি জৈবিক কোষের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে। এই রোবট আমাদের মধ্যে অনেক আশার সঞ্চার করেছে। ’
 

সূত্র: গেজেটস নাউ, সায়েন্স ডেইলি

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর