সেনা ছাউনি থেকে আসা দলে জনগণের আস্থা নেই: প্রধানমন্ত্রী
সেনা ছাউনি থেকে আসা দলে জনগণের আস্থা নেই: প্রধানমন্ত্রী

সেনা ছাউনি থেকে আসা দলে জনগণের আস্থা নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। আমাদের আর কোনো শক্তি নেই।  সেনা ছাউনি থেকে উঠে আসা দলের ওপর জনগণের কোনো আস্থা নেই।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে দলের নতুন নেতৃত্ব ও জেলার নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা একথা বলেন।

এ নিয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে টানা দশমবারের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। এ অর্জনে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের আস্থা-বিশ্বাস; এটাই আমাদের বড় শক্তি। জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে এ দেশের মানুষের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।

’ তিনি আরও বলেন, 'সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। ’

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA