ডেঙ্গুতে মৃত্যু নেই, ঢাকায় আক্রান্ত ২৭, বাইরে ২২

ডেঙ্গুতে মৃত্যু নেই, ঢাকায় আক্রান্ত ২৭, বাইরে ২২

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭৬ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ২৭ জন ও ঢাকার বাইরে ২২ জন চিকিৎসাধীন আছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় ২৭১ জন ও ঢাকার বাইরে ২১৪ জন ভর্তি রয়েছেন। চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ২১ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৫৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৯৬৫ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৬১৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৬৪৬ জন।