দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৫

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৫

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ৩৭ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহলা জানিয়েছেন, ‘গতকাল (শনিবার), মৃতের সংখ্যা ছিল ১০ জন। আজ সকাল পর্যন্ত সেটি ১৫ জনে পৌঁছেছে।

হাসপাতালে নিয়ে আসার পর তিন কর্মচারী, দুই নার্স ও একজন চালক গুরুতর দগ্ধ হয়ে মারা যান। বিস্ফোরণের সময় হাসপাতালের দুর্ঘটনা ও জরুরি ইউনিটে থাকা ২৪ জন রোগী ১৩ জন কর্মীসহ মোট ৩৭ জন আহত হয়েছেন। তাদের শরীর গুরুতরভাবে পুড়ে গেছে। ফলে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যান্য প্রতিবেশী হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে যায়। হঠাৎ বিস্ফোরণ ঘটলে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

জরুরি বিভাগের মুখপাত্র উইলিয়াম অ্যান্টালদি বার্তা সংস্থা এএফপিকে জানান, একটি গ্যাস ট্যাংকার সেতুর নিচে আটকে গেছে, সকাল ৭টা ৫০ এর দিকে আমরা এমন একটি কল পাই। দমকল বাহিনীদের ডাকা হয়েছিল, দুর্ভাগ্যবশত তার আগেই বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে ৬০ হাজার লিটার এলপিজি ছিল।  

আহত ৪০ জনের মধ্যে ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে চালকও রয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন জরুরি বিভাগের মুখপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাংক বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ট্যাংকার (ওআর) ট্যাম্বু মেমোরিয়াল হাসপাতালে গ্যাস সরবরাহ করছিল বলে জানা গেছে।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক