এশিয়া কাপ আর্চারিতে আরও এক পদক বাংলাদেশের
এশিয়া কাপ আর্চারিতে আরও এক পদক বাংলাদেশের

সংগৃহীত ছবি

এশিয়া কাপ আর্চারিতে আরও এক পদক বাংলাদেশের

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ৩-এ আজ রোববার বাংলাদেশ একটি রৌপ্যপদক জিতেছে। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এই পদক এনে দেন।  ৬-৪ সেটের তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে তিনি হারান কাজাখস্তানের আব্দুলিন ইলফাতকে।

গতকাল বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ পেয়েছিল।

ফলে এই প্রতিযোগিতায় বাংলাদেশ এখন পর্যন্ত চারটি পদক পেল।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম ও মিশাদ প্রধান) ব্রোঞ্জ মেডেল ম্যাচে ২-৬ সেটে কাজাখস্তান এর নিকট পরাজিত হয়। মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও ফামিদা সুলতানা নিশা) ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৩-৫ সেটে উজবেকিস্তানের নিকট পরাজিত হয়।

এই প্রতিযোগিতা শেষে বাংলাদেশ দল আগামীকাল সোমবার দেশে ফিরবে।

news24bd.tv/সাব্বির