আর্জেন্টাইন গোলরক্ষককে ‘স্টুপিড’ বললেন মেসি ভক্ত কাপেলো 

সংগৃহীত ছবি

আর্জেন্টাইন গোলরক্ষককে ‘স্টুপিড’ বললেন মেসি ভক্ত কাপেলো 

অনলাইন ডেস্ক

লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুটা একদম সামনে থেকে দেখেছিলেন প্রখ্যাত ফুটবল কোচ ফাবিও কাপেলো। সেটা অবশ্য প্রতিপক্ষ হিসেবে। সদ্য কৈশোর পেরোনো মেসিতে কাপেলো এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ম্যাচ চলাকালীন সময় তখনকার বার্সেলোনা কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের কাছে মেসিকে পাওয়ার জন্য আবদার করেছিলেন তিনি। সেই মেসি গত সপ্তাহে জিতেছে তার পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা।

মেসির সবচেয়ে বড় চাওয়া পূরণের পর কাপেলো এখন বড্ড খুশিই।

মেসির জন্য কাপেলো খুশি হলেও, মেসির সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজকে একহাতই নিয়েছেন কাপেলো। বিশ্বকাপ ফাইনালে আলাদা আলাদা সব উদযাপনের জন্য একদিকে যেমন প্রশংসা পাচ্ছেন মার্টিনেজ, অন্যদিক থেকে তেমন আসছে সমালোচনার তীরও। বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে কিংবা ছাদখোলা বাসে সমর্থকদের সঙ্গে উদ্দাম উদযাপনের সময় মার্টিনেজ ছিলেন লাগামহীন।

এ কারণেই সমালোচনা হচ্ছে তার।

বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতেন মার্টিনেজ। তার স্বীকৃতি হিসেবে পুরস্কার নেওয়ার পর মার্টিনেজ এমন অঙ্গভঙ্গি করেন, যা অনেকেই মেনে নিতে পারেননি। সেই দলে আছেন কাপেলোও। তিনি আর্জেন্টিনার এই গোলরক্ষককে রীতিমতো ‘স্টুপিড’ বলেছেন। এসি মিলান, রিয়াল মাদ্রিদ, রোমা, জুভেন্টাসের মতো ক্লাবকে কোচিং করানো কাপেলো ইতালিয়ান পোর্টাল করিয়েরে দেল্লা সেরাকে মার্টিনেজের আচরণ নিয়ে বলেছেন, ‘সে একজন স্টুপিড মানুষ। ’

তবে এ সময় মেসি-ডি মারিয়াদের নিয়ে ঠিকই প্রশংসা বাণী ছুটেছে কাপেলোর মুখে থেকে। মেসিকে আগে থেকেই বিশ্বসেরা বলে আসা কাপেলো এবার জানালেন, বিশ্বকাপ না জিতলেও মেসি থাকতেন সবার সেরা। এই ইতালিয়ান বলেছেন, ‘মেসি, পেলে এবং ম্যারাডোনা আগে এমন কিছু করেছে, যা অনেকে কল্পনাও করতে পারে না। ’ এরপর আনহেল ডি মারিয়াকে নিয়ে এই বর্ষীয়ান কোচ বলেন, ‘এই বিশ্বকাপের পার্থক্য গড়ে দিয়েছে তিনিই। ’

এদিকে, শুধু কাপেলো নয়, এর আগে ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা আদিল রামিও একহাত নিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষকের। তিনি বলেছিলেন, ‘মার্টিনেজ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিষ্ঠা। ’ লিভারপুল কিংবদন্তি গ্রায়েম সোনেসের বলেন, ‘সে তার দেশ ও নিজেকে লজ্জায় ফেলেছে। ’ ফরাসি ইতিহাসবিদ প্যাত্রিক ভিয়েরা বলেন, ‘আর্জেন্টিনা গোলকিপারের কিছু ছবি আমি দেখেছি, তা আর্জেন্টিনার বিশ্বকাপ অর্জনের উজ্জ্বলতা কিছুটা কমিয়ে দিয়েছে। এমবাপ্পের পুতুল নিয়ে উদযাপন করাটা ছিল একটি বোকামি। ’

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় বিজয় প্যারেডের সময় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের পুতুল নিয়ে হাসি-তামাশা করেছিলেন মার্টিনেজ। তা নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

news24bd.tv/সাব্বির