সৌদি তেলের দাম বাড়ানোয় মধ্যপ্রাচ্যের শেয়ারবাজারে ধস

সংগৃহীত ছবি

সৌদি তেলের দাম বাড়ানোয় মধ্যপ্রাচ্যের শেয়ারবাজারে ধস

অনলাইন ডেস্ক

জি-৭ এর প্রতিক্রিয়ায় অপরিশোধিত তেল উৎপাদন কমাতে পারে রাশিয়া। এমন ধারণার পর লাভের আশায়; টানা দ্বিতীয় সপ্তাহেরমতো শুক্রবার তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলার বাড়ায় সৌদি আরব। ইতোমধ্যেই যার প্রভাব পড়তে শুরু করছে মধ্যপ্রাচ্যের অন্যান্য শেয়ারবাজারগুলোতে। রোববার স্টকগুলো বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী অন্যান্য বাজারগুলি অর্থনৈতিক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

শুক্রবার তেলের দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় সৌদি আরবের স্টকগুলি রোববার বেড়েছে। যেখানে দেখা যায়, সৌদি আরবের বেঞ্চমার্ক সূচক ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আল রাজি ব্যাংকে বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ। এছাড়াও রিটাল আরবান ডেভেলপমেন্ট কোম্পানিতে ১.৯ শতাংশ স্টক বৃদ্ধি পেয়েছে।

বিডিসুইসের এমইএনএ-এর সিইও ড্যানিয়েল তাকিদ্দীন বলেন, ‘তেলের দাম যদি উর্ধ্বমুখী হতে থাকে তবে সৌদি শেয়ারবাজার এই সপ্তাহে একটি শক্তিশালী প্রোফাইল বজায় রাখতে পারে।

তবে, মূল্য সংশোধন এখনও হুমকি হতে পারে। ’

সৌদি তেলের দাম বাড়ানোয় মধ্যপ্রাচ্যের অন্যদেশগুলোতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকদের মধ্যে কাতার ব্লু-চিপ সূচক ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়াও কাতার ইসলামিক ব্যাংকে ১.২ শতাংশ দর পতন হয়েছে। লোকসানে পড়েছে মিশরও। মিশরের ব্লু-চিপ সূচক ০.৭ শতাংশ কমে গেছে। যা আগের সেশন থেকে লোকসান বাড়িয়েছে।

তাকিদ্দীন এর মতে, গত সপ্তাহের বিরতির পর কাতারের বাজারে অতিরিক্ত মূল্য সংশোধন হয়েছে। কারণ প্রাকৃতিক গ্যাসের দাম খুবই অস্থির ছিল।

news24bd.tv/আমিরুল