বড় সুখবর পেল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

বড় সুখবর পেল আর্জেন্টিনা

কাতারে অবশেষে শেষ হলো প্রতিক্ষার পালা, শেষ হলো দীর্ঘ অপেক্ষা, শেষ হলো দুঃখের সময়। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পালার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ শিরোপা জিতে আর্জেন্টিনা। কাতারে আরব্য রজনী রাঙিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরার খেতাব নিজের করে নেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। মেসিরে বিশ্বজয়ের আনন্দে আর্জেন্টিনার সকল বিষাদ ভুলতে বসেছিল বিশ্ব।

তবে ঠিকই নজর রেখেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। কেননা ফুটবলের নেশায় বুঁদ হয়ে থাকা আর্জেন্টিনার আর্থিক অবস্থা শোচনীয় অনেকদিন ধরে। দুর্দশাগ্রস্ত আর্জেন্টিনার জন্য শিরোপা জয়ের আনন্দের মধ্যে অর্থনীতিও সুখবর এসেছে।

আর্জেন্টিনার গণমাধ্যম বুয়েন্স আইয়ার্স টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ জেতার এক সপ্তাহ পূর্ণ হওয়ার দিন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সুখবর পেয়েছে আর্জেন্টিনা।

৪৪ বিলিয়ন ডলার ঋণচুক্তির আওতায় ঋণের আরেক কিস্তি পাচ্ছে দেশটি। এই দফায় ৬০০ কোটি ডলার পাচ্ছে তারা। গত মার্চ মাসে আইএমএফের সঙ্গে চুক্তি করার পর এ নিয়ে মোট ২৩ দশমিক ৫ বিলিয়ন বা ২ হাজার ৩৫০ কোটি ডলার ঋণসহায়তা পেয়েছে।  

হঠাৎ ধস নামা আর্জেন্টিনার অর্থনীতি গত কয়েক মাস ধরে ভালো করছে।  দুর্দশাগ্রস্ত অর্থনীতিকে সঠিক ফিরিয়ে আনতে বেগ পেতে হবে আর্জেন্টিনার সরকারকে। কারণ তাদের মুদ্রা পেসোর দর এখনো অনেক নিচে। সরকারের নেওয়া ঋণ পরিশোধের সুদহার ৭৫ শতাংশ।  

চলতি ডিসেম্বর মাসে আর্জেন্টিনার মূল্যস্ফীতির হার ১০০ শতাংশে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। দেশটির বামঘেঁষা সরকার আন্তর্জাতিক বাজারব্যবস্থা থেকে বিচ্ছিন্ন। এরপরও নানা ধরনের ভর্তুকি দিয়ে যাচ্ছে তারা।

news24bd.tv/আলী