গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও কোনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
news24bd.tv/সাব্বির