৩ দিন দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা

সংগৃহীত ছবি

৩ দিন দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক

সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে কমবে তাপমাত্রা, বাড়বে শীত।  এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে আসবে।

তখন শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে।  

আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া শুষ্ক এবং সোমবার রাতের দিকে তাপমাত্রা ১–২ ডিগ্রি বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।  

এদিকে রোববার (২৫ ডিসেম্বর) দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে শীত বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি।

news24bd.tv/হারুন