যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 
যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

অনলাইন ডেস্ক

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে মোটর সাইকেলে যশোর শহরের ধর্মতলা থেকে চাঁচড়ার দিকে যাচ্ছিলেন শিমুল নামে এক যুবক। এ সময় এক পথচারীকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান তিনি।

এতে ঘটনাস্থলে তিনি মারা যান।  

একই সময়ে যশোর-মাগুরা সড়কের মনোহরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছে ধাক্কা খায়। এতে খোকন ও আরমান নামে দুজন মারা যান। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

news24bd.tv/ইস্রাফিল