আশ্রয় নয়, রোহিঙ্গাদের ত্রাণ দেবে মালয়েশিয়া

আহমদ জাহিদ হামিদি। -ফাইল ছবি

আশ্রয় নয়, রোহিঙ্গাদের ত্রাণ দেবে মালয়েশিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে সে দেশের রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। তবে এসব রোহিঙ্গাদের ত্রাণ দেওয়া হবে।

শুক্রবার কুয়ালালামপুরে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মালয়েশিয়া রোহিঙ্গাদের আশ্রয় দেবে বলে সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

সেখানে দাবি করা হয়, অস্থায়ীভাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে মালয়েশিয়া। মালয়েশিয়ার সীমান্তরক্ষীরাও রোহিঙ্গাদের ফিরিয়ে দেবে না বলে উল্লেখ করা হয় সেসব প্রতিবেদনে। সব জল্পনার অবসান ঘটিয়ে আহমদ জাহিদ হামিদি জানিয়ে দিলেন, সেরকম কোনো পরিকল্পনা তাদের নেই।

আহমদ জাহিদ হামিদি জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারেও কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগ্রহ মালয়েশিয়ার নেই।

তবে মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর