তাইওয়ানের আকাশে চীনের আরও ৮ যুদ্ধবিমান

সংগৃহীত ছবি

তাইওয়ানের আকাশে চীনের আরও ৮ যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক

তাইওয়ান সীমান্তরেখার ভেতরে চীনের মহড়ায় দেখা গেছে আরও ৮ যুদ্ধবিমান। মহড়ায় অংশ নিতে তাইওয়ান প্রণালির আশপাশে সাতটি জাহাজও পাঠিয়েছে বেইজিং।

এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) সীমান্তরেখা অতিক্রম করে চীনের ৩৯ যুদ্ধবিমান মহড়া চালিয়েছে বলে অভিযোগ করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মোট ৪৭টি যুদ্ধবিমানের মহড়া করার খবর প্রকাশ করেছে সিএনএন।

প্রতিবেদনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে ৪৭টি চীনা বিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিমান প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে।

বিমানগুলোর মধ্যে ৪২টি জে-১০, জে-১১, জে-১৬ এবং সু-৩০ যুদ্ধবিমান, দুটি ওয়াই-৮, একটি কে জে-৫০০ যুদ্ধবিমান, একটি সিএইচ-৪ এবং একটি ওয়াইজেড-৭ ড্রোন দেখা গেছে। তাৎক্ষণিক পরিস্থিতিতে যুদ্ধবিমানগুলো তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি চলে এলে গতিপথ অনুসরণ করে তাইপের সামরিক বাহিনী।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক