কলকাতায় মদ্যপ অবস্থায় ভাঙচুর, বাংলাদেশি বাবা-ছেলে গ্রেপ্তার

প্রতীকী ছবি

কলকাতায় মদ্যপ অবস্থায় ভাঙচুর, বাংলাদেশি বাবা-ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

‘বড়দিনের’ রাতে মদ্যপ অবস্থায় পানশালার কর্মীকে মারধর ও ভাঙচুরের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। গাজীপুরের মন্নু নগরের ওই দুই বাসিন্দা হলেন সিরাজুল আলম খান (৫০) ও নাইফু খান (২৬)। সম্পর্কে তারা বাবা-ছেলে।  

পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের পানশালায় মদ্যপ অবস্থায় তারা অপ্রকৃতস্থ আচরণ শুরু করেন।

পানশালার কর্মীরা থামাতে গেলে তাদের লাথি-ঘুষি মারতে শুরু করেন। পানশালায় অল্প বিস্তর ভাঙচুরও চালান।  

পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই বাবা-ছেলেকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানার পুলিশ। গ্রেপ্তারের খবর জানিয়ে কলকাতা উপদূতাবাসকে তাদের পাসপোর্ট ও ভিসার বৈধতা খতিয়ে দেখতে বলা হয়েছে।

বারের মালিক মার্টিন বলেন, এতো বছরের ব্যবসায় আমার বারের ৯০ শতাংশই বাংলাদেশি ক্রেতা। কিন্তু আজ পর্যন্ত এ রকম ঘটনা আগে কোনদিন ঘটেনি। আমি মূলত বাংলাদেশিদের উত্তেজিত হতে দেখিনি। তাই একটু খারাপ লাগছে।

পুলিশ জানায়, রোববার রাতে লকাপে থাকার পর সোমবার তাদের কলকাতার ব্যাংকশাল কোর্টে তোলা হয়। আদালত তাদের জামিন দিয়েছেন। তারা এখন কোথায় আছেন জানি না। তবে মার্ককিউ স্টিট সূত্রে জানা গেছে, তারা এ অঞ্চল ছেড়ে চলে গেছেন।

পুলিশ আরও জানায়,পুরো ঘটনাটার বিষয়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে। এদিকে, আহত অবস্থায় পানশালার দুই কর্মীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তারা ঘরে ফিরেছেন।  
news24bd.tv/আলী